ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

‘রোহিঙ্গাদের প্রত্যাবর্তন দ্রুত হবে না’

প্রকাশিত : ০৮:৫০ এএম, ১১ মার্চ ২০১৮ রবিবার

বাংলাদেশে আশ্রয় নেওয়া সাত লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর নিজ দেশে ফেরা খুব শিগগিরই হচ্ছে না বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম। তিনি বলেন, বাংলাদেশে এসব শরণার্থীর দীর্ঘমেয়াদী অবস্থানের কথা বিবেচনা করে সরকার এখন এদের বাসস্থান এবং ভরণপোষণের জন্য তৈরি হচ্ছে।

রোহিঙ্গা শরণার্থী সংকট দীর্ঘায়িত হতে পারে, এমন আশংকায় জাতিসংঘসহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো প্রায় ১০০ কোটি ডলারের সাহায্যের আবেদন জানাতে যাচ্ছে।

বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ইমাম জানান, রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের পরিকল্পনাটির একটি খসড়া সরকারকে দেখানো হয়েছে এবং এতে মোটামুটিভাবে সরকারের সায় রয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নিশ্চই তারা মনে করছে পুরো প্রক্রিয়াটি আরও দীর্ঘায়িত হবে। অবস্থাদৃষ্টে আমারও তাই মনে হয়। পররাষ্ট্র সচিবও সেটি আমাকে জানিয়েছেন।

তিনি বলেন, মিয়ানমার সীমান্ত এলাকায় যেভাবে কাঁটাতারের বেড়া, পরিখা ইত্যাদি নির্মাণ করছে তাতে তাদের মনে হচ্ছে মিয়ানমার শরণার্থীদের দেশে ফেরত যাওয়ার পথগুলো বন্ধ করে দিতে চাইছে।

তিনি আরও বলেন, এগুলো আমি আক্রমণাত্মক পদক্ষেপই বলবো। মনে হচ্ছে এতে অন্য কারও ইন্ধন রয়েছে, যাতে তারা (মিয়ানমার) আরও বেশি উৎসাহিত হয়ে উঠছে।

তাহলে রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার প্রশ্নে সরকারের চিন্তাভাবনা কী হবে এই বিষয়ে এইচটি ইমাম জানান, বাংলাদেশ বিষয়টিকে আর আন্তর্জাতিকরণী করতে চাইছে না।

এইচটি ইমাম আরও বলেন, এর আগে আমরা চারবার নিরাপত্তা পরিষদে গিয়েছি। প্রায় সব দেশই আমাদের সমর্থন দিয়েছে। কিন্তু চীন প্রতিবারই আমাদের বাধা দিয়েছে।

বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে সমস্যা সমাধানের আলোচনা করতে চায় এবং এই কাজে চীনের সমর্থন নেওয়ার চেষ্টা করবে বলে তিনি জানান।

তথ্যসূত্র: বিবিসি।

একে//এসএইচ/