রাশিয়া বিশ্বকাপ বয়কট করতে পারে ৪ দেশ
প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১১ মার্চ ২০১৮ রবিবার
রাশিয়া বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে ইংল্যান্ড দল। শুধু তাই নয়, বিশ্বকাপ বয়কট করতে পারে অস্ট্রেলিয়া, পোল্যান্ড এবং জাপানও।
জানা গেছে, ৬৬ বছর বয়স্ক সার্গেই স্ক্রিপাল রাশিয়া ও ব্রিটিশ দুই দেশের হয়েই গুপ্তচরবৃত্তি করতেন। সম্প্রতি তাকে এবং তার কন্যা উইলিয়া স্ক্রিপালকে নার্ভ এজেন্টের মাধ্যমে হত্যার চেষ্টা করা হলে রাশিয়া ইংলিশদের দায়ী করে। আর ইংলিশরা দায়ী করছে রাশিয়াকে। এরই ধারাবাহিকতায় রাশিয়া বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় ইংল্যান্ড দল। রাশিয়া যদি সত্যিই দোষী সাভ্যস্ত হয় তাহলে বিশ্বকাপ বয়কট করতে পারে আরও এই তিন দেশ।
দ্য টাইমসের খবরে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ব্যবস্থা সম্পর্কে মার্কিন ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে কথা বলা হচ্ছে। আর এই পদক্ষেপগুলো টুর্নামেন্ট থেকে ইংল্যান্ড স্কোয়াড বয়কট করার কথা বলে মনে করা হচ্ছে। ফলে ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়া, জাপান ও পোল্যান্ডের মত দেশগুলোও বিশ্বকাপ বয়কট করতে পারে।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে জানান, ‘এফএ প্রেসিডেন্ট হিসেবে ডিউক অফ ক্যামব্রিজ উইলিয়াম ও ব্রিটিশ রাজপুত্র হ্যারি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার ছিলো। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে রাশিয়া যাচ্ছেন না তরো। এছাড়া নিরাপত্তা ঝুঁকিতে রাশিয়ায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড ফুটবলারদের স্ত্রী-প্রেমিকা খ্যাত ‘ওয়াগ’রাও।
সূত্র: দ্য টাইমস
এক// এআর