ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

আমার দেখা মুশফিকের সেরা ইনিংস: চান্ডিমাল

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১১ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ০৬:৩৯ পিএম, ১১ মার্চ ২০১৮ রবিবার

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ অবিশ্বস্য জয় পেয়েছে কাল। শ্রীলঙ্কা নিজেদের মাঠে  দিনেশ  চান্ডিমাল দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ করলেও বাংলাদেশে কাছে হেরেছে। তাই পুরো বাংলাদেশ দলকে কৃতিত্ব দিয়েছেন শ্রীলস্কান অধিনায়ক। একই সঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিককেও।

শ্রীলস্কান অধিনায়ক বলছেন, দারুণ খেলেছে বাংলাদেশ। বিশেষ করে মুশফিক দারুণ খেলেছে। আমরা জানি ওরা সম্প্রতি দুর্দান্ত ক্রিকেট খেলছে। আমার মনে হয় আমার দেখা সেরা ইনিংসই খেলেছে মুশফিক।

সেরা ইনিংস উপহার দিতে ৩৫ বল খেলেন মুশফিক। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭২ রানে।  আর সেই মুশফিকের ব্যাটে এমন হার বরণের পর বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন লঙ্কান অধিনায়ক, ‘আমাদের সংগ্রহটা ভালোই ছিল। কিন্তু ক্রিকেটে অবশ্য এমনটি হয়েই থাকে। অনেক সময় ২০০ রান করলেও অনুমান করা যায় না যে জেতা সম্ভব। তাই ক্রিকেট সব সময়ই মজার একটি খেলা, যার পরিবর্তন হয়। বাংলাদেশকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। আজকে ওরা ছিল অসাধারণ এবং পরিস্থিতি আমাদের থেকেও ভালোভাবে সামাল দিয়েছে।’

কলম্বোতে বিশাল রান পাহাড় গড়লেও শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিংয়ে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। ২১৪ রানের সেই পাহাড় অনায়াসে টপকে শ্রীলঙ্কায় রান তাড়ার রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে হারানো স্বাগতিকরা কেন এভাবে ব্যর্থ হলো? জবাবে শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল অবশ্য বোলারদেরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, ‘খেলাটা দারুণ হয়েছিল। আমরা ভালো পুঁজি সংগ্রহ করেছিলাম। কিন্তু বলতে গেলে উইকেট ছিল ব্যাটিং সহায়ক। বোলিং বিভাগ বিবেচনা করলে আমরা মানসম্মত বোলিং করিনি। একই সঙ্গে পরিকল্পনাগুলো ঠিক মতো প্রয়োগ করতে পারিনি।’

/ এআর /