ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

চুয়াডাঙ্গায় ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতি তদন্তে বুয়েটের বিশেষজ্ঞ দল

প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৫ মে ২০১৬ রবিবার | আপডেট: ০২:১৬ পিএম, ১৫ মে ২০১৬ রবিবার

চুয়াডাঙ্গার দর্শনায় ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অনিয়ম ও দুর্নীতি তদন্তে বুয়েটের বিশেষজ্ঞ দল এলাকা পরিদর্শন করেছেন। শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামারবাড়ির পরিকল্পনা পরিচালক প্রতীপ কুমার মণ্ডলের নেতৃত্বে ৬ সদস্যের বিশেষজ্ঞ দল ভবন পরিদর্শন করেন। এ সময় তারা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। এর আগে দুদকের একটি টিম ছাড়াও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ি কমিটির সভাপতির নেতৃত্বে অপর একটি তদন্ত দল ভবন পরিদর্শন করেন। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জয় ইন্টারন্যাশনালের মালিক জেল-হাজতে রয়েছেন।