ভুল নকশার সেতুতে দুর্ভোগে গ্রামবাসী [ভিডিও]
প্রকাশিত : ০৬:৫১ পিএম, ১১ মার্চ ২০১৮ রবিবার
সেতু নির্মাণে নকশার ভুলে খেসারত দিতে হচ্ছে নারায়ণগঞ্জের দুই ইউনিয়নের ২০ গ্রামের মানুষকে।
সোনারগাঁ ও আড়াইহাজারে কোটি টাকা ব্যয়ে একাধিক সেতু নির্মিত হলেও তা কাজে আসছে না স্থানীয়দের। সংযোগ সড়ক না থাকায় চলাচল করতে পারছে না যানবাহন। সিঁড়ি ব্যবহার করে সেতুতে উঠানামা করায় ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইলমদী গ্রামে খালের ওপর সেতু নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে। কিন্তু এখন পর্যন্ত কোনো সংযোগ সড়ক নির্মিত হয়নি।
অন্যদিকে সোনারগাঁ মুগারচর এলাকার মেনীখালী নদীর ওপর পাশাপাশি দুইটি সেতু নির্মাণ করে এলজিইডি। এর মধ্যে একটি সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সেতুর উত্তরপ্রান্তে সংযোগ সড়কের নদীর ওপর সড়ক ও জনপথ অধিদপ্তর আরেকটি উঁচু সেতু ও সংযোগ সড়ক করেছে।
এতে এলজিইডির সেতু ও সংযোগ সড়কটি সওজের সেতুর একেবারে নিচে চলে গেছে। ফলে এলজিইডি তাদের সেতুর সংযোগ সড়ক উঁচু করতে পারছে না।
রাস্তাবিহীন এসব সেতু নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
অবশ্য নির্বাহী প্রকৌশলীর আশ্বাস দিলেন সমস্যা সমাধানের।
তবে শুধু আশ্বাস না দিয়ে দ্রুত সংযোগ সেতু ও রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর।