সিনাইয়ে সিসি বাহিনীর হামলায় নিহত ১৬
প্রকাশিত : ১০:০৯ এএম, ১২ মার্চ ২০১৮ সোমবার
মিশরের সিনাইয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ দায়েস কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া দায়েস কর্মীদের পাল্টা হামলায় নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা ও এক সেনা নিহত হয়েছেন।
গতকাল রোববার দেশটির সিনাইয়ে দায়েস বাহিনীর উপর হামলা চালায় সিসির সরকারি বাহিনী। আগামী ২৬ মার্চের মধ্যে সিনাই থেকে দায়েসদের উৎখাতে নিরাপত্তা বাহিনীকে টাইমলাইন বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।
গত নভেম্বরে দেশটির সিনাই উপদ্বীপে একটি মসজিদে হামলা চালিয়ে ৩০০ জনেরও বেশি পূণ্যার্থীকে হত্যার পর সিসি দায়েস কর্মীদের উপর দোষ চাপান। তবে ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। এরপরই দায়েস গোষ্ঠীকে নির্মূলে নিরাপত্তা বাহিনীকে আদেশ দেন সিসি।
এদিকে দায়েস গোষ্ঠীর বিরুদ্ধে ২০১৫ সালে একটি রুশ বিমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ারও অভিযোগ আনা হয়েছে। ওই হামলায় বিমানে আরোহী ২২৪ যাত্রীর সবাই নিহত হন। সিরিয়া ও ইরাকে দায়েসদের পতনের পর তারা সিনাইয়ে আশ্রয় নিয়েছে।
সূত্র: গালফ নিউজে
এমজে/