ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মেহেরপুরে ৩১ মুক্তিযোদ্ধা পরিবারের মানবেতর জীবন (ভিডিও)

প্রকাশিত : ১১:০৯ এএম, ১২ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ১১:১৯ এএম, ১২ মার্চ ২০১৮ সোমবার

মেহেরপুরের রঘুনাথপুর ও তেরঘরিয়া আশ্রয়ণ প্রকল্পে ৩১ মুক্তিযোদ্ধা পরিবারের মানবেতর দিন যাপন কাটছে। আশ্রয়হীনদের জন্য নির্মিত টিন শেডের ঘরে কোনমতে বাস করছে মুক্তিযোদ্ধা পরিবারগুলো। কমবেশি ভাতা জুটলেও তারা জানেন না, বসবাসের এ দুরাবস্থা কিভাবে কাটবে।

ভূমিহীন পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিতে ২০০০ সালে মেহেরপুরের রঘুনাথপুর ও তেরঘরিয়ার আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হয়। প্রকল্পের ২শ’ ৬০ পরিবারের মধ্যে আছে ৩১ মুক্তিযোদ্ধা পরিবারও। ভাঙাচোরা টিনের ঘরে ১৮ বছর ধরে গাদাগাদি করে থাকছেন তারা।

প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধা পরিবারগুলোর সবাই কম-বেশি ভাতা পান। তবে বাসস্থানের দূরবস্থা থেকে কবে প্ররিত্রাণ মিলবে তা নিয়ে রয়েছে শঙ্কা।

নয় মাসের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা এনেছিলেন মুক্তিযোদ্ধারা। মৃত্যুর পর দাফনের জন্য যে জায়গাটি গোরস্থান হিসেবে নির্ধারিত ছিলো, সেখানেও লাশ দাফন করতে পারেনি তাদের পরিবার।

টিআর কাবিটা কার্যক্রমের মাধ্যে আশ্রয়নের ঘরগুলো মেরামত করার কথা জানালেন জেলা প্রশাসক।

আবাসস্থলের সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি মুক্তিযোদ্ধাদের।