ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

রাজধানীতে জুলহাজ-তনয় খুনের ঘটনায় আনসার উল্লাহ বাংলাটিমের কমান্ডার গ্রেপ্তার

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ১৫ মে ২০১৬ রবিবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ১৫ মে ২০১৬ রবিবার

রাজধানীর কলাবাগানে জুলহাজ-তনয় খুনের ঘটনায় নিষিদ্ধ আনসার উল্লাহ বাংলাটিমের কুষ্টিয়া অঞ্চলের কমান্ডার শিহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। জোড়া খুনের ঘটনায় বিস্ফোরক সরবরাহ করেন শিহাব। কিলিং মিশনে শিহাবের একটি আগ্নেয়াস্ত্রও ব্যবহার হয় বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আর জোড়া খুনে জড়িতদের শনাক্তেরও দাবি করেছে তারা। শরিফুল ইসলাম শিহাব। ১৯৯৮ সালে নিষিদ্ধ হরকাতুল জিহাদে যোগ দিয়ে জঙ্গিবাদের সাথে জড়িয়ে পড়েন তিনি। পরে সংগঠনটির কার্যক্রমে ভাটা পড়লে ২০১৫ সালে নিষিদ্ধ আরেক জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলাটিমে যোগ দেন। পরে বাংলাটিমের কুষ্টিয়া ইউনিটের দায়িত্ব পান। জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের এই শীর্ষ কর্মকর্তা। জোড়া খুনের সাথে শিহাবের সম্পৃক্তা নিয়েও কথা বলেন তিনি। গত বছরের পহেলা বৈশাখে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণাকে কেন্দ্র করে জুলহাস ও তার বন্ধুকে হত্যার পরিকল্পনা করেছিলো জঙ্গিরা। গত ২৫ এপ্রিল কলাবাগানের একটি বাসায় ঢুকে জুলহাজ ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। ইউএসএআইডি কর্মকর্তা জুলহাজ সহকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রুপবান’ সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। আর তনয় ছিলেন নাট্যকর্মী।