ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪,   কার্তিক ২২ ১৪৩১

জনসমর্থন আছে কী নেই বিএনপিকে দেখিয়ে দেবো : এরশাদ

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার

আগামী ২৪ মার্চ রাজধানীতে বড় ধরনের জনসমাগম করার ইঙ্গিত দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, আগামী ২৪ মার্চ বিএনপিকে দেখিয়ে দেবো, জাতীয় পার্টিতে লোক আছে নাকি নাই।
জাতীয় পার্টির জনমত নেই— বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে এরশাদ এই কথা বলেন।
আজ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে এক প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। আগামী ২৪ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ ঘিরে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের জনসমর্থন এখন `শূন্যের কোঠায়` নেমে এসেছে দাবি করে এরশাদ বলেন,  সরকার বলছে, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। তাহলে ৪০ লাখ মানুষ বস্তিতে কেন? গ্রামে খাবার, কাজ নেই কেন? আওয়ামী লীগের জনসমর্থন আজ শূন্যের কোঠায়।
ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।
/ এআর /