ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় বিমান দুর্ঘটনা

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ যাত্রী নিয়ে কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। এঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এপর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে।

এঘটনায় আহত হয়ে বেঁচে যাওয়া একজন হচ্ছেন বাসন্ত বোহোরা। যিনি নেপালের রশিতা ইন্টারন্যাশনার ট্যুরস এন্ড ট্রাভেলস একর্মরত আছেন। দুর্ঘটনার পরে তিনি ত্রিপলি-ভিত্তিক নরভিচ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।

হাসপাতালের বেডে শুয়ে তিনি জানান বিমান দুর্ঘটনার আগে ভেতরের চিত্র। তিনি বলেন, ঢাকা থেকে যাত্রা স্বাভাবিক ছিল কিন্তু কাঠমান্ডুতে যাওয়ার জন্য ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) কাছে পৌঁছতেই এটি অস্বাভাবিক হয়ে উঠতে শুরু করে।

হঠাৎ করেই বিমানটি ভেঙে পড়ে এবং প্রচণ্ড শব্দ হয়। তিনি বলেন, আমি জানালার কাছে বসে ছিলাম তাই জানালা ভেঙে বের হয়ে আসতে পেরেছি।’

বাসন্ত বোহোরা জানান, প্লেন থেকে বেরিয়ে যাওয়ার পর আমার কোনও স্মৃতি ছিল না। কেউ আমাকে সিনামঙ্গলী হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে থেকে আমার বন্ধুরা আমাকে নরভিকে নিয়ে যায়।