ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪,   কার্তিক ২২ ১৪৩১

আঘাত পেয়েছি কিন্তু ভাগ্যবান যে বেঁচে আছি

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার

নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বাসন্ত বোহোরা। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি জানিয়েছেন বিমান দুর্ঘটনার সময়কার কথা।

তিনি বলেন, আমি নিজেকে ভাগ্যমান বলে মনে করছি। আমার মাথা ও পায়ে আঘাত পেয়েছি কিন্তু আমি ভাগ্যবান যে আমি বেঁচে আছি। এটাই আমার কাছে অদ্ভুত লাগছে।

তিনি জানান, বিমানটিতে তারা ১৬ জন নেপারি ছিলেন, যারা প্রশিক্ষণ নেয়ার জন্য বাংলাদেশে গিয়েছিলেন।

বাসন্তা বলেন, হঠাৎ করেই বিমানটি ভেঙে পড়ে এবং প্রচণ্ড শব্দ হয়। আমি জানালার কাছে বসে ছিলাম তাই জানালা ভেঙে বের হয়ে আসতে পেরেছি।’

বাসন্ত বোহোরা জানান, প্লেন থেকে বেরিয়ে যাওয়ার পর তার কোনও স্মৃতি ছিল না।

তিনি বলেন,কেউ আমাকে সিনামঙ্গলী হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে থেকে আমার বন্ধুরা আমাকে নরভিকে নিয়ে যায়।

বাসন্ত বোহোরা নেপালের রশিতা ইন্টারন্যাশনার ট্যুরস এন্ড ট্রাভেলস এ কর্মরত আছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ যাত্রী নিয়ে কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। এঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এপর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।