শারীরিকভাবে সুস্থ্য না হলেও অদম্য ইচ্ছাশক্তিতে এসএসসি পরীক্ষায় সাফল্য
প্রকাশিত : ০৮:৩১ এএম, ১৬ মে ২০১৬ সোমবার | আপডেট: ০৮:৩১ এএম, ১৬ মে ২০১৬ সোমবার
শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও মেধা, একাগ্রতায় এবারের এসএসসি পরীক্ষায় ভালো ফল করেছে নড়াইলের পাঁচ তরুণ। শারীরিকভাবে সুস্থ্য না হলেও অদম্য ইচ্ছাশক্তিতে সাফল্য পেয়েছে তারা। আরো অনেক দুর যাওয়ার স্বপ্ন তাদের। তবে স্বপ্নপূরণে বাঁধা হয়ে দাড়িয়েছে দরিদ্রতা।
লিমা খাতুন, পথ চলতে হয় হুইল চেয়ার আর মায়ের কোলে। হাঁটতে পারেনা, পারেনা ঠিকভাবে লিখতেও। কিন্তু প্রচন্ড ইচ্ছাশক্তি তাকে এনে দিয়েছে এসএসসি পরীক্ষায় সফলতা। বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছে জিপিএ ৪। এখানেই থামতে চায় না লিমা।
সাত বছর বয়সে ডান চোখের দৃষ্টি হারায় মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মিতা বিশ্বাস। তার মতো তুলারাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুলেরও একই অবস্থা। দৃষ্টি প্রতিবন্ধকতা থামাতে পারেনি তাদের পথচলা।
শারীরিক প্রতিবন্ধী আদরীও সফল। উচ্চ শিক্ষা নিয়ে সাংবাদিক হতে চায় সে। কিন্তু দারিদ্র্যই তার স্বপ্ন পূরণে বড় বাঁধা। একই অবস্থা জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের লিটন মজুমদারের। জন্ম থেকেই ডান হাত অকেজো, বাম হাতে লিখে এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে লিটন।
জীবনযুদ্ধে এগিয়ে চলা অদম্য এই পাঁচ শিক্ষার্থীর স্বপ্ন পূরণে সবাই এগিয়ে আসবেন এমন প্রত্যাশা সবার।