ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

অনাবৃষ্টি আর প্রচন্ড তাপদাহে লিচুর ফলন বিপর্যয়ে হতাশ ব্যবসায়ীরা

প্রকাশিত : ০৮:৪৭ এএম, ১৬ মে ২০১৬ সোমবার | আপডেট: ০৮:৪৭ এএম, ১৬ মে ২০১৬ সোমবার

অনাবৃষ্টি আর  প্রচন্ড তাপদাহে লিচুর ফলন বিপর্যয়ে হতাশ দিনাজপুরের বাগান মালিক ও ব্যবসায়ীরা। তারা বলছেন, বিরূপ আবহওয়ার কারণে আকারে বড় হচ্ছেনা লিচু। দেখা দিয়েছে পোকার আক্রমনও। এতে ভালো দাম না পাওয়ার আশংকা করছেন তারা। কৃষি বিভাগও স্বীকার করেছে মৌসুমী এই ফলটির ফলন বিপর্যয়ের কথা। দিনাজপুরের সবচেয়ে বেশি লিচু বাগান রয়েছে মাসিমপুর, কসবা, সিকদারহাট, মাধববাটি, রামপুর ও করলা গ্রামে। সময়মত বৃষ্টি না হওয়া ও তাপদাহের কারণে লিচু জ্বলে যাওয়া, আকারে ছোট এবং ফলন কম হওয়ায় উদ্বিগ্ন বাগান মালিক ও ব্যবসায়ীরা। ভালো ফলন পেতে গাছের গোড়ায় নিয়মিত পানি দেয়াসহ নানা রকম ভিটামিন আর কীটনাশক দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অবিরাম। এদিকে আগাম বাগান কিনে হতাশ বিভিন্ন জেলা থেকে আসা লিচু ব্যবসায়ীরাও। কৃষি বিভাগ বলছে, জেলায় এবার ৪ হাজার ৭’শ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে লিচুর কিছুটা ক্ষতি হয়েছে।