ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫,   পৌষ ২০ ১৪৩১

এই মানুষগুলোর জন্য প্রার্থনা করুন: মুশফিক

প্রকাশিত : ১০:৩০ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ০২:০৫ পিএম, ১৩ মার্চ ২০১৮ মঙ্গলবার

নেপালের কাঠমাণ্ডুতে বাংলাদেশি বিমানের মর্মান্তিক দূর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেইজে এই ভয়াবহ দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনা করার জন্য আহবান জানান।

ফেসবুক পেইজে বিধ্বস্ত বিমানটির ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেন, `দয়া করে এই মানুষগুলোর জন্য প্রার্থনা করুন।`

উল্লেখ্য যে, ঢাকা থেকে ৬৭ আরোহী ও চার ক্রু নিয়ে উড্ডয়নের পর নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়।

কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রায়টার্স। 

এমএইচ/এসি