ছেলেকে বিদেশে পাঠানোর ২ লাখ টাকা পুড়ে ছাই
প্রকাশিত : ১১:০০ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার
ময়ূরী বেগম। বারো বছর ধরে বসবাস করছেন মিরপুর ১২ নম্বরে ইলিয়াস মোল্লা বস্তিতে।
ছোট ছেলেকে বিদেশে পাঠানোর জন্য যোগাড় করেছিলেন দুই লাখ টাকা। আগুনের লেলিহান শিখায় ছাই হয়েছে তা।
অন্যান্য দিনের মত দুই মেয়ে আর স্বামী সহ ঘুমিয়ে ছিলেন তিনি। শেষ রাতের আগুন থেকে প্রাণে বাঁচলেও হারিয়েছেন সহায়-সম্বল। শুধু ময়ূরী বেগমই নয়, আগুন কেড়ে নিয়েছে প্রায় আট হাজার পরিবারের বেঁচে থাকার অবলম্বন। অনেকেই থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে।
মধ্য রাতের আগুনে শুধু বস্তিই পোড়েনি, পুড়েছে অনেক মানুষের স্বপ্ন। তাদেরই একজন ময়ূরী বেগম। ফরিদপুর থেকে বারো বছর আগে ঢাকায় এসে আশ্রয় নেন মিরপুর বারো নম্বরের এই বস্তিতে। কাজ করতেন পাশেরই একটি গার্মেন্টে।
প্রায় আট হাজার টিনের ঘরের এই বস্তিতে বাসিন্দার সংখ্যা অন্তত ২৫ হাজার। সহায়-সম্বল হারিয়ে অনেকেরই ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে।
অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ভিডিও লিংক: