বিমানে থাকা সব যাত্রীর তালিকা
শাওন সোলায়মান
প্রকাশিত : ০২:২১ এএম, ১৩ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:০৩ পিএম, ১৩ মার্চ ২০১৮ মঙ্গলবার
নেপালের কাঠমন্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনা কবলিত বিমানে থাকা সকল যাত্রীদের তালিকা প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গতকাল সোমবার রাতে এ তালিকা প্রকাশ করা হয়।
বিমানটিতে পাইলট, কো-পাইলট এবং দুই জন ক্রুসহ মোট আরোহী ছিলেন ৭১ জন। এদের মধ্যে সাধারণ যাত্রী ছিলেন ৬৭ জন।
এদের মধ্যে বাংলাদেশের যাত্রী ছিলেন ৩২ জন। নেপালের ৩৩ জন এবং মালদ্বীপ আর চীনের যাত্রী ছিলেন ১ জন করে যাত্রী ছিলেন বিমানটিতে।
বাংলাদেশীদের তালিকা
বিমানটিতে থাকা বাংলাদেশীদের মধ্যে ছিলেন-
১) শাহরীন আহমেদ ২) আলমুন নাহার এনি ৩) শাহীন বেপারী ৪) রেজায়ানুল হক ৫) রকিবুল হাসান ৬) মেহেদী হাসান ৭) ইমরানা কবির হাসি, ৮) কবির হোসেন ৯) শেখ রাশেদ রুবায়েত ১০) সাঈদা কামরুন্নাহার স্বর্ণা ১১) আলীফুজ্জামান ১২) ফয়সাল আহমেদ ১৩) বিলকিস আরা ১৪) বিলকিস নাহার বানু বেগম ১৫) আখতারা বেগম ১৬) সানজিদা হক ১৭) হাসান ইমাম ১৮) নজরুল ইসলাম ১৯)আঁখি মনি ২০) মীনহাজ বিন নাসির ২১) এফএইচ প্রিয়ক ২২) তামারা প্রিয়ন্ময়ী (শিশু ৩ বছর) ২৩) মতিউর রহমান ২৪) এস এম মাহমুদুর রহমান ২৫) তাহিরা তানভীন হাসি রেজা ২৬) পিয়াস রায় ২৭) ইয়াকুব আলী ২৮) উম্মে সালমা ২৯) নাজিয়া আফরিন চৌধুরী ৩০) অনিরুদ্ধ জামান (শিশু ৮ বছর) ৩১) নুরুজ্জামান এবং ৩২) রফিকুজ জামান
এদের মধ্যে প্রথম ৯ জন এখনও জীবিত আছেন বলে নিশ্চিত করেছে কাঠমন্ডু মেডিক্যাল কলেজ।
নেপালের নাগরিকেরা হলেন- ১)শিলা বেজগেইন, ২) আলজিনা বাড়াল, ৩) চারু বাড়াল, ৪) সুবিন্দ্রা সিং, ৫)বসন্ত বহরা, ৬) সামিরা বেঞ্জাকর, ৭) প্রাবীন চিত্রাকর, ৮) সাঞ্জনা দেবক্তা, ৯) প্রিন্সী ধামী, ১০) গ্যয়নী কুমারী গুরাং, ১১) ধীনেশ হুমাগাইন, ১২) শ্রেয়া ঝাঁ, ১৩)পূর্ণিমা লোহানী, ১৪) মেলী মাহারজান ১৫) নীগা মাহারজান ১৬) সঞ্জয়া মাহারজান, ১৭) কৈশাব পান্ডে, ১৮) প্রশান্না পান্ডে, ১৯) বিন্দু রাজ পাড়োয়াল, ২০) হরি শংকর পাডোয়াল, ২১) সঞ্জয় পাডোয়াল, ২২) আশিষ রনজিৎ, ২৩) কৃষ্ণা কুমার সারানী, ২৪)সেকয়া ২৫) সনম সেকয়া ২৬) অঞ্জিলা শ্রেষ্ঠা ২৭) সুরানা শ্রেষ্ঠা, ২৮) দয়ারাম থাম্রাকার ২৯) বালাকৃষ্ণা থাপা ৩০) শ্বেতা থাপা ৩১) কিশোরী ত্রিপাঠী, ৩২) আবাধেশ কুমার যাদব এবং ৩৩) আশনা সেকয়া।
আর যাং মিং এবং রিদওয়ানা আবদুল্লাহ ছিলেন যথাক্রম চীন এবং মালদ্বীপের নাগরিক।
পাশাপাশি বিমানটির ক্যাপ্টেল আবেদ সুলতান এখনও জীবিত আছেন বলেই খবর পাওয়া গেছে। তবে বিমানের কো-পাইলট প্রিথুলা রশিদ এবং এক ক্রু খাজা হোসেন নিহত হুওয়ার খবর নিশ্চিত হুওয়া গেছে। তবে বাকি ক্রু সদস্য কে এইচ এম শাফির ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, কারো আত্মীয়ের খোঁজ না পেলে নেপাল রেড ক্রিসেন্টের একটি ফর্ম যেন তারা পূরণ করেন। ফরম পূরণকারীদের তথ্য জানাবে নেপাল রেড ক্রিসেন্ট। আর বাংলাদেশের রেড ক্রিসেন্টের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে এই নম্বরেঃ- ০১৭১২১৪১৯৩৮.
//এস এইচ এস//