২৬ লাখ বছরের পুরোনো তিমির দাঁত চুরি
প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৩ মার্চ ২০১৮ মঙ্গলবার
বর্তমানে সারাবিশ্বজুড়ে যে তিমি রয়েছে, তার পূর্বপ্রজাতির একটি তিমির সংরক্ষণ করা দাঁত চুরি হয়ে গেছে। আজ থেকে ২৬ লাখ বছর আগের ওই মেঘাসার্ক তিমির দাঁতটি এতদিন অস্ট্রেলিয়ার একটি যাদুঘরে সংরক্ষিত ছিল।
অস্ট্রেলিয়ার বিশ্ব প্রামাণ্যচিত্র থেকে দাঁতটি চুরি হয়ে গেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ওই দাঁতটির দৈর্ঘ্য তিন ইঞ্চি লম্বা। পশ্চিম অস্ট্রেলিয়ার ন্যাশনাল পার্কের কাছের একটি গোপন এলাকা থেকে দাঁতটি চুরি হয়েছে।
জানা যায়, যে দাঁতটি চুরি হয়েছে, আজ থেকে ২৬ লাখ বছর আগে পৃথিবী থেকে ওই প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। কর্তৃপক্ষ দাবি করেছে, দীর্ঘদিন ধরেই চোররা দাঁতটিকে টার্গেট করে আসছিল। পশ্চিম অস্ট্রেলিয়ার আবহাওয়া সংরক্ষণ বিভাগ জানিয়েছে, ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিংগালো উপকূল থেকে ওই দাঁতটি চুরি হয়েছে। এলাকাটি খুব গোপন ছিল বলে জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কর্মীরা ওই দাঁতটিকে খুব গোপনে স্বাভাবিকভাবে ঢেকে রেখেছিল। ওই দাঁতটি কোন পর্যটনকারীকে দেখানো হতো না বলে মন্তব্য করেন সংরক্ষণকারী দলের প্রধান মি. হংস্টরম।
সূত্র: বিবিসি
এমজে/