ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

বিমান ধ্বসের কারণ জানতে ৬ সদস্যের কমিশন [ভিডিও]

প্রকাশিত : ০৪:০০ পিএম, ১৩ মার্চ ২০১৮ মঙ্গলবার

বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে নেপাল। দেশটির প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সভায় গঠিত ওই তদন্ত কমিশন এরই মধ্যে কাজ শুরু করেছে।

দেশটির সাবেক সচিব যজ্ঞ প্রসাদ গৌতমের নেতৃত্বে এই কমিশন কাজ করছে। সরকারের পক্ষ থেকে কমিশনকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

৭১ আরোহী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার দুপুর ১২টা ৫২ মিনিটের দিকে ছেড়ে যায় ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ। নেপালের সময় দুপুর ২টা ২০ মিনিটে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ঘটে দুর্ঘটনা।

এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপাল কর্তৃপক্ষ। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

https://www.youtube.com/watch?v=Y5QAobvv8LE

এসএইচ/

 

এসএইচ/