ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ত্রিভুবন বিমানবন্দরের ৬ কর্মকর্তা বদলি

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ১৩ মার্চ ২০১৮ মঙ্গলবার

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রত্যক্ষদর্শী ছয় কর্মকর্তাকে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের (এটিসি) কার্যালয় থেকে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ইউএস-বাংলার বারিধারা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউএস বাংলার জিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশন) কামরুল ইসলাম।

তিনি জানান, আমার বুঝে আসে না কেন এই বদলি। এটা অবশ্যই জনমনে প্রশ্ন তোলে। এসময় এদের বদলির সঠিক কারণ জানাতে নেপালকে আহবান জানান তিনি।

যারা আহত হয়েছে তাদের উন্নতি চিকিৎসা দেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, নেপারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে আমরা তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করব। চিকিৎসাধীন যারা আছেন তাদের যাবতীয় চিকিৎসা খরচসহ অন্যান্য ব্যয়ভার বহন করছে ইউএস-বাংলা।

উল্লেখ সোমবার ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দুর্ঘটনায় পড়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস ২১১।

/ এআর /