গাড়িতে বিভিন্ন পেশার ‘আলগা স্টিকার' নিষিদ্ধ
প্রকাশিত : ১২:২১ পিএম, ১৬ মে ২০১৬ সোমবার | আপডেট: ১২:২১ পিএম, ১৬ মে ২০১৬ সোমবার
রাজধানীর পর চট্টগ্রামেও এখন প্রতিষ্ঠানের নামাঙ্কিত স্টিকার ছাড়া গাড়িতে পুলিশ, সাংবাদিক, অ্যাডভোকেট, চিকিৎসক বা অন্য কোনো পেশার ‘আলগা স্টিকার’ লাগানো যাবে না। রোববার এক সংবাদ সম্মেলনে একথা জানান, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ, সিএমপি কমিশনার। এসময়, নগরীতে সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রম ঠেকাতে বিট পুলিশিং কার্যক্রম চালুর কথাও জানান তিনি।
পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি নিরাপদ নগরী গড়ার লক্ষ্যে চট্টগ্রামে বিট পুলিশিং কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে। চট্টগ্রাম মহানগরীর ১৭টি থানাকে ১৪৫টি বিটে ভাগ করে, প্রতি বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এলাকার প্রতিটি বাসিন্দা ও গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে তথ্য রাখবেন। সিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান সিএমপি কমিশনার।
এ কার্যক্রমের মাধ্যমে মহানগরী থেকে সব ধরণের সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ নির্মূল করাও সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন কমিশনার।
নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে উল্টোপথে গাড়ি না চালানো, যেখানে সেখানে গাড়ি পার্কিং না করা, গাড়িতে পুলিশ বা সাংবাদিক- এ জাতীয় আলাদা স্টিকার ব্যবহার না করার নির্দেশনা মেনে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া জনগণের ভোগান্তি কমাতে সিএমপির নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হবে বলেও জানান পুলিশ কমিশনার। পরে সিএমপির মিডিয়া সেন্টার উদ্বোধন করেন তিনি।