ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪,   কার্তিক ২২ ১৪৩১

খালেদার জামিন বিষয়ে জানা যাবে আজ

প্রকাশিত : ০৯:২৩ এএম, ১৪ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ০২:২৫ পিএম, ১৪ মার্চ ২০১৮ বুধবার

কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি হবে আজ বুধবার। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।

আপিল দুটি শুনানির জন্য আজ বুধবারের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এক এবং দুই নম্বরে রাখা রয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে এক ঘণ্টার ব্যবধানে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুদক পৃথক দুটি আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বারজজ আদালত। রাষ্ট্র, দুদক ও আসামি পক্ষের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বারজজ আদালত এ আদেশ দেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি সরকারি টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। তখন থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

একে// এমজে