ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

ভারতের ছত্তিসগড়ে মাওবাদী হামলায় ৮ জওয়ান নিহত

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ১৪ মার্চ ২০১৮ বুধবার

ভারতের ছত্তিসগড় আবারও রক্তাত্ত্ব হলো। ফের মাওবাদীদের হামলাল ৮ জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জওয়ান। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

জানা যায়, মঙ্গলবার ছত্তিসগড়ের সুকমায় সিআরপিএফের তল্লাশি চৌকি লক্ষ্য করে হামলা চালায় মাওবাদীরা। এদিকে হামলার পরপরই ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। সেখানে মাওবাদীদের সঙ্গে তুমুল লড়াই চালিয়ে গেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এর আগে, মঙ্গলবার চিরুনি তল্লাসির সময় সুকমার কিসতারামে নিরাপত্তাবাহিনীর মাইনরোধী গাড়ি লক্ষ্য করে হামলা চালায় মাওবাদিরা। শক্তিশালী বিস্ফোরণে উড়ে যায় সিআরপিএফ-এর ২১২ নম্বর ব্যাটেলিয়নের মাইনরোধী গাড়ি। ঘটনাস্থলেই ৮ জওয়ান শহিদ হয়েছেন বলে সিআরপিএফের তরফে জানানো হয়েছে।

এদিকে আহতদের দ্রুত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিরাপত্তারক্ষীদের লাগাতার অভিযান সত্ত্বেও সুকমা থেকে মাওবাদীদের তাড়াতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। দিন দশেক আগেই সুকমায় ১০ মাওবাদীকে খতম করেছিল নিরাপত্তাবাহিনী। গতকালের হামলাটি ওই ঘটনারই পাল্টা হামলা বলে মনে করছে আঞ্চলিক সরকার।

এমজে/