ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

স্টিফেন হকিংয়ের সেরা ৭ উক্তি

প্রকাশিত : ১০:৪৩ এএম, ১৪ মার্চ ২০১৮ বুধবার

স্টিফেন হকিং। সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিদ। তাঁর এ ব্রিফ হিস্টরি অব টাইম এক কোটি কপিরও বেশি বিক্রিত হয়েছে। এরইমধ্যে  বেশ কয়েকটি বই লিখেছেন তিনি। দিয়েছেন অসংখ্য ভাষণ। তাঁর বই ও ভাষণ থেকে সেরা ৭ উক্তি নিচে তুলে ধরা হলো-

 

১. বুদ্ধিমত্তা হলো এমন এক গুণ, যা মানুষকে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে দেয়।
২. জ্ঞানের সবচেয়ে বড় শত্রু অজ্ঞতা নয়, বরং এটি জ্ঞানের বিভ্রম।
৩. আমি ওই মানুষগুলোকেও পর্যবেক্ষণ করি, যারা বলে ‘সবকিছু পূর্বনির্ধারিত এবং আমরা কিছুই পরিবর্তন করতে পারি না’, পথ অতিক্রম করার আগ পর্যন্ত তাদের দেখো।
৪. এতবড় বিশাল মহাজগতে আমরা বাননের সবচেয়ে অগ্রগামী প্রজাতি। কিন্তু আমরা পুরো মহাজগতকেই বুঝি এবং এটাই আমাদের বিশেষ কিছু বানিয়ে দিয়েছে।
৫. আমার জীবনের একটাই লক্ষ্য, আর তা হলো মহাজগতকে পরিপূর্ণরূপে জানা। এটা কেন বিদ্যমান আছে, এটা কেন সর্বত্রই আছে।
৬. জীবন যদি আনন্দের না হয়, তাহলে এটা খুব মর্মান্তিক
৭. তোমার জন্য কারও কোন সময় থাকবে না, যদি তুমি সবসময় রাগান্বিত থাক আর অভিযোগ করে বেড়াও।

সূত্র: উইকিপিডিয়া
এমজে/