ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

বিএনপির আন্দোলনে মরা গাঙ্গে জোয়ার আসে না : সেতুমন্ত্রী

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ১৪ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ০৫:৫৭ পিএম, ১৪ মার্চ ২০১৮ বুধবার

বাংলাদেশের জনগণ জঙ্গিবাদের পৃষ্টপোষক, গণতন্ত্রবিরোধী অশুভ শক্তি বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। সেটা আগামী নির্বাচনে আবারও প্রমাণিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির নেত্রী দুর্নীতির মামলায় দন্ডিত হয়েছেন। আর বিএনপি বলছে সরকার তাকে জেলে ঢুকিয়েছে। এটি সরকারের আদেশ না আদালতের আদেশ। বিএনপি আদালতের বিরুদ্ধে আন্দোলন করছে। বিএনপির আন্দোলনে মরা গাঙ্গে জোয়ার আসে না।

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত কর্মী সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, ছানোয়ার হোসেন এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, টাঙ্গাইল উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

কেআই/ এআর