বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় আটক তিন ব্যক্তিকে ৫ দিনের রিমান্ড
প্রকাশিত : ১০:০৮ এএম, ১৭ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:০৮ এএম, ১৭ মে ২০১৬ মঙ্গলবার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু মং শৈ উ চাক হত্যার ঘটনায় আটক তিন ব্যক্তিকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়ে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে, রাজধানীতে মানববন্ধন করে অস্তিত্ব সংকটের অভিযোগ করেছে বুদ্ধিস্ট ফেডারেশন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু মং শৈ উ চাক হত্যার ঘটনায় আটক ৩ জনকে সোমবার আদালে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে আটককৃতরা বৌদ্ধ ভিক্ষু হত্যার বিষয়ে গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে।
এদিকে ভিক্ষু হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সামনে মানববন্ধন করেছে বুদ্ধিস্ট ফেডারেশন। সংখ্যালঘুরা অস্তিত্ব সংকটে পড়েছে জানিয়ে অবিলম্বে খুনীদের বিচার দাবি করেন বক্তারা।