নগরের স্বাস্থ্য সেবার নজরদারি বাড়াতে হবে
প্রকাশিত : ১১:১৭ পিএম, ১৪ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ১১:২৮ পিএম, ১৪ মার্চ ২০১৮ বুধবার
নগরের দরিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিতকরণের কাজে যে সকল প্রকল্প কাজ করছে তাদের কাজের নজরদারি বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বুধবার রাজধানী ঢাকার সোনারগাঁও হোটেলে দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে নগরের দরিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিতকরণ এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নগরীর ফুঁটপাত ও রাস্তায় যারা বসবাস করছে তাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের কারণে তারা গ্র্রাম থেকে শহরে পারি জমাচ্ছে। এ বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরোও বলেন, নগরীরর দারিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য যে প্রকল্পগুলো রয়েছে এবং এনজিও কর্তৃক যে স্থাস্থ্য সেবা দেওয়া হচ্ছে তা পর্যবেক্ষণ করা দরকার।
এ মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও মানবাধিকার সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি), বাংলাদেশ জাতীয় সংসদ চেয়ারপারসন ডা. দীপু মনি।
মূল আলোচনা উপস্থাপন করেছেন কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর কনসোর্টিয়াম ম্যানেজার ইমরানুল হক।
এমএইচ/টিকে