সরিষা ক্ষেতের পাশে মৌ-চাষে স্বাবলম্বী কৃষক (ভিডিও)
প্রকাশিত : ১০:৪৪ এএম, ১৫ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৯ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার
মৌ চাষ করে সাবলম্বী হয়েছে গাজীপুরের বেশ কয়েকটি পরিবার। সরিষা ক্ষেতের পাশে বাক্সে মৌ-চাষের মাধ্যমে বাড়তি আয় করার সুযোগ হচ্ছে তাদের। এতে ভাগ্য ফিরেছে অনেকের। এ বিষয়ের চাষীদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দিচ্ছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর।
জেলার কালিয়াকৈরে দেওয়াইর গ্রামে বাণিজ্যিকভাবে সরিষা ক্ষেতের পাশে শুরু হয়েছে মৌ-চাষ প্রকল্প। স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা সরিষা ক্ষেতের পাশে একশ’ ১২টি বাক্স বসিয়ে মৌ-চাষ করছেন। কৃষকরা জানান, সরিষা ক্ষেতে মৌ-চাষের ফলে কীটপতঙ্গ ও পোকামাকড় ফসলের ক্ষতি করতে পারছে না। এর ফলে দু’ভাবেই লাভবান হচ্ছেন তারা।
মৌ-মাছি সরিষা ক্ষেত থেকে মধু আহরণ করে ফিরে আসে নিধারিত বাক্সে। এভাবে এক সপ্তাহ পর সংগ্রহ করা হয় মধু। সংগৃহিত মধু স্থানীয় ক্রেতাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।
সরিষা ক্ষেতগুলো মৌ-চাষের আওতায় আনতে চাষীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।
এবার গাজীপুরে সরিয়া আবাদ হয়েছে প্রায় ৪ হাজার একর জমিতে। এসব ক্ষেত থেকে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় ৩ টন।
বিস্তারিত দেখুন ভিডিওতে