ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

শ্রীলঙ্কায় রাজাপাকসের নাটকীয় প্রত্যাবর্তন

স্থানীয় নির্বাচনে টালমাটাল ক্ষমতাসীন কোয়ালিশন জোট

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১৫ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৪:২৪ পিএম, ১৫ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসের নতুন করে গড়া দল এসএলপিপি স্থানীয় নির্বাচনে জয় লাভ করায় দেশটিতে নতুনকরে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এদিকে এসএলপিপির নিরঙ্কুশ জয়ের পর অনেকেই প্রশ্ন তোলেছেন দেশটির বর্তমান কোয়ালিশন সরকারের জন্য এ নির্বাচন একটি আগাম বার্তা।

এদিকে দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল উইকরামেসিং এর কোয়ালিশন সরকারের ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এদিকে শ্রীলঙ্কার সবচেয়ে নিম্ন পর্যায়ের নির্বাচনে রাজাপাকসের জয়ে কেনই বা দেশটির রাজনীতিতে টালমাটাল অবস্থা তৈরি হবে তা নিয়ে প্রশ্ন তোলেছেন অনেকে।

অনেকেই মনে করেন, ২০১৮ সালের স্থানীয় নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের একটি আগাম বার্তা। অনেকে মনে করেন, জাতীয় ইস্যুর কারণেই স্থানীয় নির্বাচনের এর প্রভাব পড়েছে। এদিকে স্থানীয় নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে ৮০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে কোন জাতীয় নির্বাচনেও এতসংখ্যক ভোটার ভোটাধিকার প্রয়োগ করেননি।

স্থানীয় নির্বাচনে ৩৪১ আসনের ২৩১টিতেই জয় পায় মাহিন্দ্রা রাজাপাকসের দল এসএলপিপি। এদিকে প্রধানমন্ত্রী রনিল উইকরামেসিং এর দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি মাত্র ৩৪ আসন লাভ করে। এদিকে দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি ও ইউনাইটেড ফ্রিডম এলায়েন্স মাত্র ৯টি আসন লাভ করে।

এদিকে ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে সিরিসেনা ও রামেসিং জোটের কাছে হেরে যান সিংহলিজদের মহানায়কখ্যাত সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসে। ওই নির্বাচনের সংখ্যালঘু ভোটারদের মনোযোগ টানতে পেরেছিলেন সিরিসেনা। এই নির্বাচনের ফলাফলে আবারও দেশটিতে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে, কোয়ালিশন জোটে ভাঙ্গন ধরতে পারে বলে মনে করেন অনেকে।

সূত্র: মিরর
এমজে/