ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী স্টুডেন্ট এসোসিয়েশনের ছাত্রছাত্রীদের আমরণ অনশন চলছে

প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৭ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:০৬ পিএম, ১৭ মে ২০১৬ মঙ্গলবার

দশ দফা দাবিতে আমরণ অনশন করছেন মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী স্টুডেন্ট এসোসিয়েশনের ছাত্রছাত্রীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে  দ্বিতীয় দিনের মতো এই আমরণ অনশন চলছে। শিক্ষার্থীরা বলছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী কোর্স বন্ধ করতে হবে এবং প্যারামেডিকেল শিক্ষাবোর্ডের পরিবর্তে ‘বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড’ গঠন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে বলেও জানিয়েছে শিক্ষার্থীরা।