ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে আইসিটি শিক্ষকরা

প্রকাশিত : ০১:১০ পিএম, ১৭ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:১০ পিএম, ১৭ মে ২০১৬ মঙ্গলবার

এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে আইসিটি শিক্ষকরা। তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে, জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই এ অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। এ সময় তারা সড়ক বন্ধ করে সড়কে বসে পড়লে, তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল ১১টায় শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিতে তাদের ওপর জলকামান দিয়ে পানি ছোঁড়ে পুলিশ। অবশ্য এতে কেউ হতাহত হননি। পরে রাস্তা ছেড়ে প্রেসক্লাবের সামনের ফুটপাতে অবস্থান নেন শিক্ষকরা। এমপিও বঞ্চিত আইসিটি শিক্ষক সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষকরা এ ধর্মঘটে অংশ নেয়।