ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

পৃথুলা ও  আবিরের বাসায় ওবায়দুল কাদের [ভিডিও]

প্রকাশিত : ১১:৩১ পিএম, ১৫ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত স্বজনদের সমবেদনা জানাতে কো-পাইলট পৃথুলা ও ক্যাপ্টেন আবিরের বাসায় যান সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

দ্রুত তাদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা ও দুর্ঘটনায় হতাতদের প্রতি সরকারের সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন তিনি। 

প্রথমে কো-পাইলট পৃথুলার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে মিরপুরের ডিওএইচএস এর  বাসায় যান মন্ত্রী। মন্ত্রীকে কাছে পৃথুলার মা কান্নায় ভেঙ্গে পড়েন।

এরপরে যান বিমানটির পাইলট ক্যাপ্টেন আবিরের বাসায়।

দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ দ্রুত ফিরিয়ে আনতে সরকারের সহযোগীতা কামনা করেছেন স্বজনরা। এদিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএসবাংলা।

ইউএসবাংলার গণসংযোগ মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ দেশে আনার জন্য ইউএস বাংলা সবধরনের প্রস্তুতি নিয়েছে।

বিমান দূর্ঘটনায় পাইলট বা বিমানের কোন ত্রুটি ছিল না বলে আবারো দাবি করেন তিনি।

ভিডিও:

 টিকে