ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

গ্রেট কাবাব ফ্যাক্টরি ও গার্লিক-এন-জিনজারে ছাড় পাবে রবি গ্রাহকেরা

প্রকাশিত : ১১:৫১ পিএম, ১৫ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

দি গ্রেট কাবাব ফ্যাক্টরি ও গার্লিক-এন-জিনজারে সেবা উপভোগের সময় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন রবির গ্রাহকরা। ধন্যবাদ প্রোগ্রামের আওতায় বিশেষ এ অফারটি এনেছে মোবাইল সংযোগ দেওয়া অপারেটরটি।

এ উপলক্ষে রাজধানীর যমুনা ফিউচার পার্কে দি গ্রেট কাবাব ফ্যাক্টরি ও গার্লিক-এন-জিনজার অফিসে রবি’র এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে রবি’র হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো. আদিল হোসেন এবং দি গ্রেট কাবাব ফ্যাক্টরি ও গার্লিক-এন-জিনজারের অপারেশনাল ম্যানেজার সৈকত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় রবির গ্রাহকরা দি গ্রেট কাবাব ফ্যাক্টরির বুফে ফুডের ওপর ১৫ শতাংশ এবং গার্লিক-এন-জিনজারের আ-লা-কার্ট মেনুর ওপর ১৫ শতাংশ ও বুফে বিলের উপর ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র লয়্যালটি অ্যান্ড উইনব্যাক’র জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম, ম্যানেজার শাহদাত এইচ মজুমদার এবং এসআর হসপিটালিটি’র ব্রান্ড ম্যানেজার নুজহাতুল কাওনেইন উপস্থিত ছিলেন।

//এস এইচ এস//