ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত : ০৯:১৩ এএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় সাইদ আকন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কে কদমতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদ আকন পিরোজপুর সদর উপজেলার একপাই জুজখোলা গ্রামের মজিবর আকনের ছেলে। আহতরা হলেন, পিরোজপুরের ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা যাদক কুমার ও খুলনার পাইকগাছা এলাকার উজ্জ্বল কুমার মন্ডল।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে নাজিরপুর থেকে পিরোজপুর যাচ্ছিলেন ওই তিনজন। পথে কদমতলা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে তারা ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসেলে চিকিৎসকরা সাইদকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনায় পাঠানো হয়েছে।

একে//এসএইচ/