ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫,   পৌষ ২১ ১৪৩১

দানি ওয়েলব্যাকের জোড়া গোলে কোয়ার্টারে আর্সেনাল

প্রকাশিত : ০২:৩২ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার

দানি ওয়েলব্যাকের জোড়া গোলে ইউরোপা লিগের শেষ আট নিশ্চিত করল আর্সেনাল। গোল করেছেন গ্রানিত জাকাও। বৃহস্পতিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ইতালিয়ান ক্লাব এসি মিলানকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। এর আগে মিলানের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছিল তারা। ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় শেষ ষোলোর বাধা পেরোল আর্সেনাল।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে এসি মিলান। ম্যাচের প্রথম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল সফরকারী দলটি। তবে আন্দ্রে সিলভার শট পাশের জালে জড়ায়। আসতে আসতে খেলায় ফিরতে থাকে স্বাগতিক দল। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে মিলান শিবির।

তবে ম্যাচের ৩৫তম মিনিটে হাকান কালহানগলুর দূরপাল্লার শটে এগিয়ে যায় অতিথিরা। প্রায় ৩০ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান তুরস্কের এই তারকা। এর চার মিনিট পর ‘বিতর্কিতভাবে’ পাওয়া পেনাল্টি থেকে সমতা ফেরান ওয়েলবেক। ডি-বক্সে আলতো ছোঁয়ায় পড়ে গিয়েছিলেন তিনি। সফল স্পট কিক থেকে বল জালে জড়ানএই ইংলিশ ফরোয়ার্ড।

বিরতি থেকে ফিরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় স্বাগতিকরা। ম্যাচের ৭১তম মিনিটে গ্রানিত জাকার দূরপাল্লার শটে এগিয়ে যায় আর্সেনাল। ডি বক্সের বাইরে থেকে জাকার জোরালো শট গোলরক্ষকের হাত ফসকে জালে জড়িয়ে যায়। আর ৮৬তম মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ওয়েলবেকের হেডে জয় নিশ্চিত হয় আর্সেনালের।

২০১০ সালের পর এই প্রথম ইউরোপীয় কোনো প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে উঠল আর্সেনাল।

এদিকে দিনের অন্য ম্যাচে লকোমটিভ মস্কোকে তাদের মাঠেই ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের বড় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি। পোল্যান্ডের প্রথম দল হিসেবে ইউরোপা লিগের শেষ আটে উঠেছে সলসবুর্গ।

শুক্রবারের সুইজারল্যান্ডের নিওনে চূড়ান্ত হবে ৮ দলের কে কার মুখোমুখি হচ্ছে! এবারের কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে ৮টি ভিন্ন দেশের ৮ ক্লাব- ইংল্যান্ডের আর্সেনাল, স্পেনের অ্যাতলেতিকো মাদ্রিদ, জার্মানির আরবি লিপজিগ, ফ্রান্সের মার্শেই, অস্ট্রিয়ার সলসবার্গ, ইতালির লাৎসিও, পর্তুগালের স্পোর্তিং সিপি ও রাশিয়ার সিএসকেএ মস্কো।

সূত্র: গোল ডট কম

একে// এমজে