ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

বরিশালে বিএনপির জনসভা ৭ এপ্রিল: রিজভী

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশের তারিখ পরিবর্তন করেছে বিএনপি। আগামী ২৪ মার্চ এ সমাবশে হওয়ার কথা থাকলেও পিছিয়ে ৭ এপ্রিল করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে (দুদক)বিরোধীদল দমনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। গতকাল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে লিভ টু আপিল করে তারা আবারও প্রমাণ করল তারা সরকারের প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার।

দেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে রিজবী বলেন, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর মূলধন পর্যন্ত খেয়ে ফেলা হয়েছে। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংক লুট হলো, সরকারি ব্যাংক লুট হয়ে ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, অথচ দুদক এক্ষেত্রে উটপাখীর মতো বালিতে মাথা গুঁজে রেখেছে। মামলা করা তো দূরে থাক এদের বিরুদ্ধে একটা শব্দও মুখ থেকে বের হয় না। কারণ তারা সরকারি দলের লোকদের আত্মীয়স্বজন, সরকারের শীর্ষ ব্যক্তিদেরও আত্মীয়স্বজন।

তিনি বলেন, যেভাবে প্রধান বিচারপতিকে বন্দুকের জোরে জিম্মি করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। নিম্ন আদালতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সেখানে ন্যায়বিচার পাওয়ার আশা খুবই ক্ষীণ। খালেদা জিয়ার মামলায় তার বহিঃপ্রকাশ ঘটেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুস সালাম, খায়রুল কবির খোকন, আসাদুল করিম শাহীন, আমিনুল ইসলাম প্রমুখ।

একে// এমজে