ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

লাল পতাকা হাতে পোশাক শ্রমিকদের  মিছিল

প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার

লাল পতাকা হাতে নিয়ে দাবি আদায়ে রাজপথে নেমেছে বিদেশি একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকরা এ প্রতিবাদ সমাবেশ ও লাল পতাকা মিছিলে করে। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

আশুলিয়ার বিদেশি মালিকাধীন গার্মেন্টস হ্যান ওয়েনে চাকরিচ্যুত ৬ ইউনিয়ন কর্মকর্তাকে চাকরিতে পুনঃবহাল, কারখানায় সাপ্তাহিক  ছুটি, ন্যূনতম মজুরি বাস্তবায়নের পাশাপাশি নারী শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানায় ফেডারেশন নেতারা।

ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা কামরুল আহাসান, ইন্ডাট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ট্রেড ইউনিয়ন অধিকার হবার পর ও গার্মেন্টস সেক্টর অহরহ এ অধিকার লঙ্ঘন করা হচ্ছে। এই কারখানায় সাপ্তাহিক ছুটিও দেয়া হয় না। এখনো সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কার্যকর করা হয়নি। এমনকি এ কারখানায় নারী শ্রমিকদের নানা ভাবে হয়রানি করা হয়।

তারা বলেন, আশুলিয়ায় বিদেশি (চাইনিজ) মালিকানাধীন হ্যান ওয়েন বিডি লিমিটেডের শ্রমিকরা গত বছরের ১০ অক্টোবর ট্রেড ইউনিয়ন গঠন করে আর সে কারণে ইউনিয়নের ৬ কর্মকর্তাকে মাস্তান এবং ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ দিয়ে কর্তৃপক্ষ মারধর করে কারখানা থেকে বের করে দিয়েছে।

আরকে//টিকে