ওয়ানডের মর্যাদা পেল নেপাল
প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার
বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফে পাপুয়া নিউগিনিকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে মর্যাদা পেল নেপাল। এশিয়ার ষষ্ঠ দেশ হিসেবে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে নেপাল। আগামী চার বছরের জন্য নেপাল আইসিসি কাছ থেকে এই স্বীকৃতি পেয়েছে।
বৃহস্পতিবার হারারের ওল্ড হারারিয়ানস মাঠে পাপুয়া নিউগিনিকে ৬ উইকেটে হারায় নেপাল। টসে হেরে ব্যাট করতে নেমে সন্দ্বীপ লামিচানে ও দিপেন্দ্র আইরের বোলিং তোপে ১১৪ রানেই অলআউট হয়ে যায় পাপুয়া নিউগিনি। দু’জনেই নেন ৪টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে আইরের ৫৮ বলে অপরাজিত ৫০ রানে ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। আর এ জয়ের মাধ্যমে এ মর্যাদা আসে দলের পক্ষে।
২০১০ সালেও ওয়ার্ল্ড ক্রিকেট লিগের পঞ্চম ডিভিশনে থাকা নেপালের ক্রিকেট বোর্ডের ওপর ২০১৬ সাল পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল আইসিসির। তবে তাঁদের মাঠের খেলায় এই নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়েনি। গত মাসে কানাডার বিপক্ষে শেষ বলে ১ উইকেটের রোমাঞ্চকর জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে উঠে আসে নেপাল।
ওয়ানডে মর্যাদা পাওয়া দলঃ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, আরব আমিরাত, নেদারল্যান্ড ও নেপাল।
আর/টিকে