ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ একাডেমি

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার

বাংলাদেশ পুলিশ একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩ (তিন) পদে আটজনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

১) সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-৫ জন

যোগ্যতা

উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

২) সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-০২ জন

যোগ্যতা

এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক  ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

৩) হিসাব সহকারী-০১ জন

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৫৯০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট  http://bpa.gov.bd/  থেকে আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণ করে প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী বরাবর আবেদন করতে হবে। তবে খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীদের আগামী ৫ এপ্রিল, ২০১৮ তারিখের মধ্যে  আবেদনপত্র পৌঁছাতে হবে।

এমএইচ/টিকে