ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

নির্বাচনকে কেউ বিতর্কিত করতে পারবে না : সিইসি

প্রকাশিত : ১০:২২ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার

কেউ চাইলেও আগামী নির্বাচনকে বিতর্কিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। শুক্রবার রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেন কোনো বিতর্ক না হয় সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বলেও জানান তিনি। 

কে এম নুরুল হুদা বলেন, সব দলের অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন দেশবাসীকে উপহার দেওয়াটাই কমিশনের লক্ষ্য।

তিনি আরোও বলেন, আমি আশা রাখছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

মতবিনিময় সভার সঞ্চালনা করেন ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাত।  তার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আমীরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।

এমএইচ/টিকে