ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগে সহজ প্রতিপক্ষ বার্সার

প্রকাশিত : ১১:২৮ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার

বার্সা ভক্তরা হয়ত মনে মনে ভাবচ্ছিল চ্যাম্পিয়নস লিগে শেষ আটে বার্সেলোনার প্রতিপক্ষ যেন সহজ কোনো দল আসে। এবার ড্রয়েও এল সেই ক্লাব রোমা।

নিয়নে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগে সম্ভাব্য সাত প্রতিপক্ষের মধ্যে বার্সার জন্য সবচেয়ে সহজই হলো ইতালির ক্লাব রোমা। ড্রয়ে রোমাকেই পেল তারা। বার্সা পক্ষরা হয়ত এটা বলতে পারেন যে, শেষ আটে কোনো দলই সহজ নয়। সব প্রতিপক্ষই কঠিন।

তবে ইতালির ক্লাবগুলোর বিপক্ষে বার্সার সাম্প্রতিক রেকর্ড খুব ভালো নয়। গত বছর জুভেন্টাস বার্সাকে কোয়ার্টার ফাইনালেই বিদায় করে দিয়েছিল। কিন্তু জুভেন্টাস আর রোমার শক্তির ব্যবধান অনেক। রোমার এখন গর্ব করার মতো বর্ণাঢ্য অতীতও নেই।

সর্বশেষ ১৭ বছর আগে তারা ইতালিয়ান লিগ জিতেছে। এছাড়া ইউরোপে বড় কোনো ট্রফি তাদের ঝুড়িতে নেই।

তারা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠেছে ১০ মৌসুম পর। এটা অবশ্য লিওনেল মেসিদের আশ্বস্ত করতে পারে। আবার সাম্প্রতিক সময়ে বড় অর্জন না থাকায় রোমাও মরিয়া হয়ে খেলবে।

 এর আগে দুই দলের দুই দফা দেখা হয়। ২০০১-০২ মৌসুমে দ্বিতীয় গ্রুপ পর্বে প্রথম লেগে বার্সার মাঠে ১-১ ড্র করার পর ফিরতি লেগ রোমা জিতেছিল ৩-০ গোলে। সর্বশেষ ২০১৫-১৬ মৌসুমে গ্রুপ পর্বে নিজেদের মাঠে রোমা ১-১ ড্র করেছিল। কিন্তু ফিরতি লেগে বার্সার মাঠে গিয়ে ৬-১ গোলে হেরে আসে।

৪ এপ্রিল নিজেদের মাঠে খেলবে বার্সা, ১০ এপ্রিল ফিরতি লেগ রোমে।

আর/টিকে