আমার অন্যতম সেরা ইনিংস: মাহমুদউল্লাহ
প্রকাশিত : ০৮:২৮ এএম, ১৭ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ১১:০৪ এএম, ১৭ মার্চ ২০১৮ শনিবার
ম্যাচসেরা ইনিংসই খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্নায়ুকে শেষ মুহূর্ত পর্যন্ত রেখেছেন বশে। আর তাতে ছয় মেরে দলের জয় নিশ্চিত করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। অপরাজিত ছিলেন ৪৩ রানে। ১৮ বলের এই ইনিংসকে ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ম্যাচের পর অভিজ্ঞ এই তারকা বলেন, আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। তবে সাকিবের ফিরে আসা আমাদের উদ্দীপ্ত করেছে। পরিকল্পনা ছিল বলকে যত শক্তি দিয়ে পারবো মারার চেষ্টা করবো।
সাকিবের বিদায়ের পর চাপে পড়েছিলেন রিয়াদ। সেই কথাই স্মরণ দিয়েছেন রিয়াদ। এমনকি শেষ মুহূর্তের ঘটনাটি ভুলে যেতেই চান তিনি, ‘সাকিবের বিদায়ের পর আমি চাপে পড়ে গিয়েছিলাম। যেই ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল এটা আসলে সব কিছু চরমে পৌঁছাতেই এমনটি হয়েছে। তবে আমাদের সেগুলো ভুলে যাওয়া উচিত। খেলায় এমনটি হয়েই থাকে।
এসএইচ/