ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের উৎসব জাক জমকভাবে পালন

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ১৭ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৩:৫৫ পিএম, ১৭ মে ২০১৬ মঙ্গলবার

ইতিহাসে প্রথমবারের মত ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের উৎসবটা বেশ জাক জমকভাবেই পালন করলো ভক্ত সমর্থকরা । হাজার হাজার লোকের বর্নাঢ্য র‌্যালি শেষে আতশ বাজি পোড়ানো হয় । একটি খোলা বাসে করে লেস্টার সিটির খেলোয়াড়রা শহর প্রদক্ষিন করেন  । এই সময় তাদের হাতে শোভা পায় প্রিমিয়ার লিগের ট্রফি । ১৩২ বছরের মধ্যে এই প্রথমই শিরোপা জেতে ক্লাবটি । এবারের লিগে দ্বিতীয় আসরে থাকা আর্সেনালের সাথে তাদের পয়েন্টের ব্যবধান ছিল ১০ । আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে চেলসির সাথে ১-১ গোলে ড্র করে লেস্টার । ম্যাচ শেষে খেলোয়াড়দের গার্ড অব অনার দেয়া হয় । এই লিগে টানা ১২টি ম্যাচ অপরাজিত ছিল লেস্টার ।