ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল

প্রকাশিত : ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ০১:৪৫ পিএম, ১৭ মার্চ ২০১৮ শনিবার

দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে ঝটিকা মিছিল হয়েছে। আজ শনিবার ভোর সোয়া ৬টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঝটিকা মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। 

ঝটিকা মিছিলে বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিক, এমজি রাসেল, আবুল কালামসহ ২০-২৫ জন অংশ নেন।

খালেদা জিয়ার মুক্তির দাবি ছাড়াও গত সপ্তাহে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন কারা হেফাজতে মারা যাওয়ার বিচারের দাবি জানিয়ে মিছিলে স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে রিজভী আবার কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়েন। গত ৩০ জানুয়ারি থেকে গ্রেপ্তার এড়াতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন তিনি।

ঝটিকা মিছিলের সময় নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, এর আগে গত ১০ মার্চও নয়াপল্টনে ঝটিকা মিছিল করেন রিজভী। ওইদিনও মিছিল শেষে আবার কার্যালয়ে ঢুকে পড়েন তিনি।

একে// এআর