বুলবুল আহমেদকে নিয়ে গান গাইলেন মেয়ে ঐন্দ্রিলা
প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার
অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। প্রয়াত অভিনেতা ও চিত্রনায়ক বুলবুল আহমেদের মেয়ে। দীর্ঘদিন পর আবারও শিরোনামে তিনি। অভিনয় থেকে দূরে থাকা ঐন্দ্রিলা আবারও ফিরে এসেছেন। বাবার জন্যই অভিনয়ে ফেরা- জানালেন তিনি। কারণ আজও তিনি বাবাকে স্মরণ করেন। ভালোবাসেন সেই ছোট্ট বেলার মতই। তাইতো বাবার স্মৃতি সংরক্ষণে তাকে নিয়ে লিখেছেন জীবনীগ্রন্থ, তৈরি করেছেন প্রামাণ্যচিত্র। এবার বাবার স্মরণে গাইলেন গান। নিজের লেখা গানে সুর করার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন তিনি।
‘আমি তোমার উত্তরসূরী, আমি তোমায় নিয়ে গর্ব করি’-এমন কথায় ‘উত্তরসূরী’ শিরোনামের গানটি সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এটির সংগীতায়োজন করেছেন রাজন সাহা।
গানটি নিয়ে ঐন্দ্রিলা বলেন, ‘মহানায়কের জন্যই আমি আজকের ঐন্দ্রিলা। আমিই তার উত্তরসূরী। আমি অভিনেত্রী, গায়িকা নই। একান্তই নিজের জন্য গান গাই। দেশে আসার পরেই মুরাদ নূর আর আমার এক সঙ্গে কয়েকটি গান বাঁধার প্লান ছিল। ফেসবুকে লেখা একটি কবিতা দেখে নূর সুরের কথা বললো। আমিও সানন্দে রাজী হলাম।’
মুরাদ নূর বলেন, ‘হুট করেই একদিন ঐন্দ্রিলা বললো- নূর বাবার জন্য একটা কবিতা লিখছি, ফেসবুকে পোস্ট করেছি, দেখেন কেমন হলো। কবিতা পড়ে এটাকেই সুর করতে মনে চাইলো। বন্ধু রাজন সাহা আর আমার যৌথ প্রচেষ্টায় হয়ে গেলো ‘উত্তরসূরী’। গানটি ঐন্দ্রিলার লেখনী ও শুদ্ধ গায়কীতে পূর্ণতা পেয়েছে শতভাগ। মহানায়কের আর্কাইভে স্থান পেয়ে আমি আনন্দিত, আমি গর্বিত।’
তিনি আরও জানান, আসছে বাবা দিবসে দেশের শীর্ষস্থানীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে উত্তরসূরী প্রকাশিত হবে।
এসএ/