ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

জয়ের স্বপ্নে আজ মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার

খেলায় হার জিৎ থাকবে এটাই স্বাভাবিক। তবে নিদাহাস ট্রপির ফাইনালে ভারত-বাংলাদেশের মধ্যে কে জয়ী হবে এ নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা। অনেকেই ভারতকে এগিয়ে রাখলেও কেউ কেউ বাংলাদেশকে ইতিবাচক হিসেবে দেখছেন। কারণ সম্প্রতি বাংলাদেশ দলের যে সাফল্য দেখছে তাতে বলা যায়, বাংলাদেশ জয়ের জন্য ফাইনালে মাঠে নামবে। বাংলাদেশ অনেকটা আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। ফাইনালে জয়ের স্বপ্ন দেখছেন অনেকেই। তাই সবার স্বপ্ন জয়।

ফাইনালের আগের দিন বিশ্রামে ছিল বাংলাদেশ দল। প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলনে এসেছিলেন কয়েকজন। তাদের একজন সাকিব আল হাসান। নেটে ঘাম ঝরালেন বেশ। এরপর প্রত্যয়ী অবয়বে এলেন সংবাদ সম্মেলনে। চাপ আছে, শঙ্কা আছে। এর চেয়েও বেশি আছে আশা। ফাইনালের মহারণে গোটা দলকে নির্ভার হয়ে মাঠে দেখতে চান বাংলাদেশ অধিনায়ক।

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় লেখা এক কলামে তিনি ভারতকে ফাইনালের ফেবারিট বললেও বাংলাদেশকে সুবিধাজনক অবস্থাতেই দেখছেন। তার মতে, বাংলাদেশ আজকের ফাইনালে পুরোপুরি চাপমুক্ত থেকে খেলাতে পারবে।

দেশের মাটিতে ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল, ২০১২ এশিয়া কাপের ফাইনাল, ২০১৬ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল-একেকটি ফাইনাল বাংলাদেশের জন্য হতাশার অধ্যায়। যেখানে সর্বশেষ সংযোজন দেশের মাটিতে গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আরেকটি হার। এমন সব স্মৃতির খোঁচা আছে। স্বপ্নকে বিদ্ধ করার জন্য আছে আরও একটি পরিসংখ্যানের কাঁটা। ফাইনালের প্রতিপক্ষ ভারতকে সাতটি টি-টোয়েন্টি খেলে একবারও হারাতে পারেনি বাংলাদেশ। এসব ভুলে ফাইনালে জয়ের স্বপ্ন দেখছে এবার বাংলাদেশ।

তবে অতীতের বেদনার কালো ছায়া এবারের সম্ভাবনায় পড়তেই দিতে চান না সাকিব। বাংলাদেশ অধিনায়কের চাওয়া, নির্ভার থেকে ফাইনাল জয়ের চ্যালেঞ্জে নামা।

তিনি বলেছেন, আমরা চেষ্টা করছি যতটা রিল্যাক্স থাকা যায় এবং খোলা মনে থাকা যায়। টি-টোয়েন্টি ম্যাচে ভালো করার জন্য ফ্রি থাকাটা খুবই জরুরি। চাপ হিসেবে চিন্তা করলেই চাপ; আর না চিন্তা করলে চাপ না। আমি নিশ্চিত সবাই অনেক রিল্যাক্স আছে।

শ্রীলঙ্কার স্বাধীন হওয়ার ৭০তম বছরটা উদযাপনের জন্য মাঠে গড়িয়েছিল ত্রিদেশীয় টি-টোয়েন্টির এই সিরিজ। স্বাগতিকদের জন্য আফসোস, ঘরের মাঠের ফাইনালে থাকতে পারছে না তারাই। ফাইনালের প্রথম দল হিসেবে টিকেট পেয়েছিল ভারত। শুক্রবার স্বাগতিকদের হারিয়ে শিরোপা জয়ের লড়াইয়ে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হয়েছে বাংলাদেশ।

ফাইনালের বাংলাদেশ দলে পরিবর্তন আসার সম্ভাবনাটা এমনিতে খুবই কম। তবে ফর্মের টানাপড়েনে থাকা সৌম্য সরকার দলে সুযোগ নাও পেতে পারেন। তার বদলে বাংলাদেশ দলে দেখা যেতে পারে আরেকজন ব্যাটসম্যানকে। সেটা হতে পারেন অলরাউন্ডার আরিফুল হক অথবা উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

ফাইনালের লড়াইয়ে আজ কলম্বোতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রেমাদাসায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার/নুরুল হাসান সোহান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু/আবু জায়েদ রাহী ও মুস্তাফিজুর রহমান।

এসএইচ/