ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

আফরিনে যেকোনো সময় ঢুকবে তুর্কি বাহিনী: এরদোগান

প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জানিয়েছেন, চারপাশ থেকে ঘিরে রাখা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আফরিনে যেকোনো মুহূর্তে তুরস্কের সেনাবাহিনী ঢুকে পড়তে পারে। স্থানীয় সময় শনিবার মার্দিন প্রদেশে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির ষষ্ঠ বার্ষিক কংগ্রেসে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, আমরা আফরিনে প্রবেশ করতে প্রস্তুত আছি। তাই যে কোনো সময় আমরা এ ব্যাপারে সুখবর দিতে পারবো।

তিনি বলেন, অপারেশন অলিভ ব্রাঞ্চ শুরুর পর সাড়ে তিন হাজারেরও বেশি সন্ত্রাসীকে আফরিন থেকে বের করে দেওয়া সম্ভব হয়েছে। এতে সন্ত্রাসীরা আত্মসমর্পণ, নিহত কিংবা তাদের গ্রেফতারের মুখোমুখি হয়েছে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি থেকে আফরিন থেকে ওয়াইপিজি যোদ্ধাদের তাড়াতে তুরস্ক অপারেশন অলিভ ব্রাঞ্চ শুরু করে। এর পর থেকে দেশটি ২৬৪ স্থানকে মুক্ত করতে সক্ষম হয়েছে।

সূত্র: হারিয়েট ডেইলি নিউজ

একে// এআর