ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

শামির মধ্যে নৈতিকতা নেই; দাবি স্ত্রী হাসিনের

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ০৭:৪২ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার

ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে আরও একহাত নিলেন স্ত্রী হাসিন জাহান। স্বামী শামিকে ‘নীতিহীন’ এবং ‘মিথ্যুক’ বললেন হাসিন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ট্যুডে’কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শামি একজন মিথ্যুক। নিজেকে বাঁচাতে সে মিথ্যা কথা বলছে। শেষ বার আমরা হোয়াটস অ্যাপে কথা বলি। তারই ফোন দেওয়ার কথা ছিল”

“ফোনে সে জিজ্ঞেস করে যে, কীভাবে আমরা আমাদের পরিবারটিকে রক্ষা করতে পারি। আমি তাকে বলেছি ভুল স্বীকার করে ক্ষমা চাইতে এবং ফিরে আসতে”।

শামিকে কখনও ম্যাচ পাতানোর অভিযোগে অভিযুক্ত করেননি উল্লেখ করে তিনি বলেন, “আমি এমন অভিযোগ করিনি। কিন্তু সে (শামি) গণমাধ্যমকে মিথ্যে বলে বেড়াচ্ছেন যে আমি এমন কথা বলেছি”।

তিনি আরও বলেন, “আমি বিষয়টিকে এভাবে সামনে আনতে চাইনি। আদালতেও যেতে চাইনি। গত কয়েক বছর সে যেভাবে আমাকে অত্যাচার করছিল তাতে আমার সামনে আর কোন পথ খোলা ছিল না। আমি যদি হোয়াটস অ্যাপে শামি আর তার গার্লফ্রেন্ডের কথোপকথন না দেখতাম তাহলে সে আমাকে ইতোমধ্যে ছেড়ে যেত”।

তবে এমন অভিযোগ হাসিন দিক বা না দিক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে শামির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বিসিসিআই এর দুর্নীতি দমম বিভাগের প্রধান নিরাজ কুমারকে।

প্রসঙ্গত, এর আগে শামির বিরুদ্ধে পরকীয়া এবং নির্যাতনের অভিযোগ করেন। এছাড়াও শামির বড় ভাই দ্বারা ধর্ষতি হয়েছিলেন বলেও মামলা করেছিলেন তিনি। সূত্রঃ ইন্ডিয়া ট্যুডে   

//এস এইচ এস//এসি