থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পরিবেশ রক্ষায় স্থায়ীভাবে বন্ধ
প্রকাশিত : ০৯:০৯ পিএম, ১৭ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৯:০৯ পিএম, ১৭ মে ২০১৬ মঙ্গলবার
পরিবেশ রক্ষায় স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোহ তাচাই দ্বীপ।
সমুদ্র তীরের এ পর্যটন কেন্দ্রটি ফাং নাগা প্রদেশের সিমিলান ন্যাশনাল পার্কের অংশ। কর্তৃপক্ষ জানায়, কোহ তাচাইয়ের সৈকতে পর্যটক ধারণ ক্ষমতা ৭০ জন হলেও মাঝে মাঝে সেখানে এক হাজারের বেশি পর্যটক জড়ো হয়। এতে এরইমধ্যে ঝুঁকির মুখে পড়েছে ওই এলাকার জীববৈচিত্র্য। বৃষ্টির কারণে দেশটির অধিকাংশ পর্যটন কেন্দ্র মে মাসের মাঝামাঝি থেকে অক্টোবর মাস পর্যন্ত স্বাভাবিকভাবে বন্ধ থাকে। তবে এ বছর অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া হলেও কোহ তাচাই দ্বীপ আর খুলে দেয়া হবে না।