ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

রোহিতকে ফেরালেন অপু

প্রকাশিত : ১০:৪৪ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ০৯:৫৮ এএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার

৪২ বলে ৫৬ রানের বিধ্বংসী ইনিংসের পর অবশেষে আউট হলেন ভারতীয় অধিনায়ক এবং ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। ১৪ তম ওভারের দ্বিতীয় বলে নাজমুল হাসান অপুর বলে মাহমুদউল্লাহর তালুবন্দী হন রোহিত।

শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের করা ১৬৬ রানের জবাব দিতে ইনিংসের শুরু থেকেই চড়াও ছিলেন রোহিত শর্মা। দ্বিতীয় ওভারেই ২ ছক্কা আর ১ চারে মেহেদী হাসানের মিরাজকে দিয়ে খরচ করান ১৭রান। ফলাফলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আর বোলিংই পাননি এই স্পিনার।

আউট হওয়ার আগে উড়িয়ে ৩ বার আর গড়িয়ে ৪ বার মাঠের বাইরে বল পাঠান এই ব্যাটসম্যান। আউট হয়ে যখন ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিলেন তখন তার স্ট্রাইক রেট ১৩৩.৩৩। রোহিত শর্মার ব্যাটিং এ বাংলাদেশি ফিল্ডারদের শুধু মাঠের বাইরে থেকে বল আনতেই বেশি দেখা যায়।

সবশেষে শিরোপা যদি ভারতের ঘরে যায় তাহলে রোহিত শর্মার এই ইনিংস তার বড় কারণ।

//এস এইচ এস//টিকে