ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

প্রি-পেইড বিদ্যুৎ বিল দেওয়া যাবে রবিতে

প্রকাশিত : ১১:১০ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার

গ্রাহকদের জন্য ডিজিটাল প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সেবা চালু করেছে রবি। এ লক্ষ্যে বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মোবাইল ফোন অপারেটরটি।

এ চুক্তির ফলে গ্রাহকরা সহজ ও সুবিধাজনক উপায়ে প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

বিপিডিবির কমার্শিয়াল জিএম কাউসার আলীর উপস্থিতিতে ঢাকার বিদ্যুৎ ভবনে রবি আজিয়াটা ও বিপিডিবির সাথে এ চুক্তি স্বাক্ষরিত হয়। রবির এম-মানি অ্যান্ড রেগুলেটরির ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান এবং বিপিডিবির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মানিক চন্দ্র ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

এসময় রবির এম-মানির মহাব্যবস্থাপক মো: জাহিদ হোসেন, ব্যবস্থাপক মোসলেহ উদ্দিন, ব্যবস্থাপক খন্দকার মুনিরা মেহজাবিন, মো. ফিরোজ কবির এবং বিপিডিবির সিস্টেম অ্যানালিস্ট মৃগাঙ্ক মোহন পালসহ বিপিডিবির পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিপিডিবির বিলিং সিস্টেমের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে রবির বিল পেমেন্ট প্লাটফর্ম ‘রবি ক্যাশ’। রবি ক্যাশের মাধ্যমে বিল পরিশোধ করার সাথে সাথে তা বিপিডিবির সিস্টেমে হালনাগাদ হয়ে যাবে। রবি ওয়াক ইন সেন্টার (ডব্লিউওআইসি), রবি ক্যাশ পয়েন্ট বা নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমেও গ্রাহকরা বিল পরিশোধ করতে পারবেন। মোবাইল ফোনের মাধ্যমে বিল পরিশোধের ক্ষেত্রে প্রথমে গ্রাহকদের নিকটস্থ ডব্লিউওআইসি বা রবি ক্যাশ পয়েন্ট থেকে ইলেকট্রনিক ফ্লোট (রবিক্যাশ) ক্যাশ ইন করতে হবে।

বিল পরিশোধের সাথে সাথে গ্রাহককে একটি নিশ্চিতকরণ এসএমএস পাঠানো হবে। রবি’র পক্ষ থেকে দাবি করা হয়, বিল পরিশোধের ক্ষেত্রে রবির বিল পরিশোধ ব্যবস্থা বা রবি ক্যাশ পুরোপুরি নিরাপদ ও বিশ্বাসযোগ্য। বিদ্যুৎ বিল পরিশোধ ছাড়াও গ্রাহকরা রবি ক্যাশ এজেন্ট বা রবি ক্যাশ ব্যবহার করে নিজের মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের টিকিটও কিনতে পারবেন বলে জানায় রবি।

//এস এইচ এস//এসি